‘তালেবান সরকারে গেলে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য’

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৪, ২০২১, ১০:৩৯ পিএম

‘তালেবান সরকারে গেলে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য’

আফগানিস্তানের সন্ত্রাসী সংগঠন তালেবানের নিয়ন্ত্রণ থেকে দেশটিকে মুক্ত করতে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর হয়ে কাজ করেছে যুক্তরাজ্যের বাহিনী। কিন্তু তালেবানরা ক্ষমতায় গেলেও তাদের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, তালেবানের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে ডেইলি টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী বেন। গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) এ সাক্ষাৎকার প্রকাশ করেছে ডেইলি টেলিগ্রাফ।

সাক্ষাৎকারে বেন বলেন, ‘আফগানিস্তানের যেকোনো সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে যুক্তরাজ্য সরকার তাদের সঙ্গে কাজ করবে।’

তবে এর বিপরীতে সতর্কবার্তা দিয়ে বেন বলেন, ‘যদি তারা (তালেবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়, তবে এ সম্পর্ক পর্যালোচনা করবে ব্রিটিশ সরকার।’

আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান সরকার। কিন্তু নাইন–ইলেভেনের পর আফগানিস্তানে হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর থেকে দেশটিতে মার্কিন সেনা ছাড়াও ন্যাটোর সেনারা অবস্থান নেন। এ বাহিনীগুলোর সঙ্গে ২০ বছর ধরে তালেবানের সংঘাত অব্যাহত রয়েছে। এ ছাড়া তালেবান চাইছে পশ্চিমা–সমর্থিত আফগান সরকারকে উৎখাত করতে। সম্প্রতি মার্কিন বাহিনী ও ন্যাটো বাহিনীর সদস্যরা আফগানিস্তান ছাড়তে শুরু করলে এ সংঘর্ষ আরও বেড়ে যায়। এর কারণে আফগান বাহিনীর সদস্যরা দেশ ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছেন।

Link copied!