জুলাই ১১, ২০২৪, ০৯:১২ এএম
বিচারকের নাম ভাঙিয়ে ঘুষ নেওয়ার ঘটনায় মো. আব্দুর রশিদ (৩৮) ও মো. হাফিজ (৩৪) নামে হাইকোর্টের দুজন কর্মচারীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল বুধবার (১০ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে বিচারক মো.আতোয়ার রহমানের নির্দেশক্রমে ঘুষ নেওয়ার অভিযোগে বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন বেঞ্চ অফিসার সুজিত কুমার বিশ্বাস।
মামলার বিবরণীতে বলা হয়, বুধবার বিকেল পাঁচটার দিকে ২৭ ভবন ২৭ নম্বর আদালতের বিচারক মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চের এমএলএসএস মো. আব্দুর রশিদ (৩৮) ও রেজিস্টার জেনারেলের অফিসের এমএলএসএস মো. হাফিজ (৩৪) মামলার বিবাদীর থেকে ৯ লাখ ২০ হাজার টাকা ঘুষ (উৎকোচ) নেন।
বিষয়টি বিচারকের নজরে আসায় সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ পুলিশের সহায়তায় শাহবাগ থানার পুলিশ সদস্যদের কাছে রাত সাড়ে নয়টার দিকে আসামিদের হস্তান্তর করা হয়।