শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১২:২৯ পিএম

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

ছবি: সংগৃহীত

৩০ বছর আগে ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয়জনসহ ৪৭ আসামির সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার, ০৫ ফেব্রুয়ারি বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় ও ডেথ রেফারেন্সের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে এ রায় দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

মাকসুদ উল্লাহ বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাইকোর্ট তাদের বেকসুর খালাস দিয়েছেন।

তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এ মামলার আসামিরা সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে ওইদিনই মামলা করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে সিআইডি। ১৯৯৭ সালের ৩ এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়। এদের মধ্যে পাঁচজন মারা গেলে তাদের চার্জশিট থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ মামলায় ২০১৯ সালে ৩ জুলাই বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ ৯ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। সেই সঙ্গে ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

Link copied!