দিনাজপুরে সাপের বিষ উদ্ধার করল বিজিবি

জাতীয় ডেস্ক

এপ্রিল ১০, ২০২৪, ০৮:৫১ পিএম

দিনাজপুরে সাপের বিষ উদ্ধার করল বিজিবি

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতে পাচারের সময় প্রায় কোটি টাকার সাপের বিষ উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। সাপের বিষ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান সরকার। তিনি বলেন, ‘রাতের অন্ধকারে সীমান্ত এলাকা দিয়ে ভারতে সাপের বিষ পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় বিজিবি। সেই সংবাদের ভিত্তিতে ঘাসুড়িয়া ঈদগা মাঠ এলাকায় সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে ওই এলাকা দিয়ে সন্দেহভাজন এক ব্যক্তি যেতে লাগলে তাকে থামার সংকেত দেয় বিজিবি। সংকেত পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করেন। এ সময় একটি বোতল ফেলে পালিয়ে যান তিনি। পরে পরিত্যক্ত অবস্থায় কাঁচের বোতলে থাকা সাপের বিষ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া সাপের বিষের অনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। রাতেই সাপের বিষগুলোকে পরীক্ষা-নিরীক্ষার জন্য জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।’

মঙ্গলবার (৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের মেইন পিলার-২৮৯-এর ১ নম্বর সাব পিলারের পাশে ঈদগাঁ মাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘রাতে ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ সাপের বিষ উদ্ধার করেছে। বিষগুলো আসল না নকল তা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!