রাজধানীতে আবারও বাসে অগ্নিসংযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৫, ২০২৩, ১১:৪৩ এএম

রাজধানীতে আবারও বাসে অগ্নিসংযোগ

অগ্নিসংযোগের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। সংগৃহীত ছবি

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন পরিবহন শ্রমিক আহত হয়েছেন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

রবিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিসংযোগ করা হলে অছিম পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দগ্ধ সবুজ মিয়া (৩০) ও তার পরিবার সূত্রে জানা যায়, রমজান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চালক তিনি। সকালে মেরুল বাড্ডার বাসা থেকে অছিম পরিবহনের ওই বাসটিতে করে গন্তব্যে যাচ্ছিলেন। পথে মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এক দুর্বৃত্ত বাসে উঠে গেটের পাশে আগুন ধরিয়ে দেয়। তখন বাস থেকে নামতে গিয়ে সবুজের শরীরে আগুন ধরে যায়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়।

তাকে উদ্ধার করে তৎক্ষণাৎ ফরাজী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে সেখান থেকে স্বজনরা তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করান।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে।

এছাড়া পুড়ে যাওয়া বাসটির হেলপার সাব্বিরও সামান্য দগ্ধ হন সাথে পায়ে আঘাতও পান। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসা দেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১২ জায়গায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে ঢাকা শহরে ৭ জায়গায় আগুনের খবর পেয়েছেন তারা। এ ছাড়া নারায়ণগঞ্জ গাজীপুর, সিরাজগঞ্জ, বরিশাল এবং রংপুরের ১টি করে স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস বলছে, নিউমার্কেট এলাকায় গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পাঁচ মিনিট পরই এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়া হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে।

পরে সায়েদাবাদ জনপদ মোড়ে ফ্লাইওভারের নিচে রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়া হয়। এ আগুন নিয়ন্ত্রণে আনে পোস্তোগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

এ ছাড়া গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রোববার ভোরে ডেমরা, জুরাইন বালুর মাঠ ও মিরপুরেও বাসে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। গাজীপুরেও পুড়িয়ে দেয়া হয় একটি বাস।

রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল বাসে আগুন দেয়া হয়। এ ছাড়া ভোলার চরফ্যাশনে নতুন বাস স্ট্যান্ডে যমুনা এক্সপ্রেস নামে একটি বাসে আগুন দেয়া হয়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন রাস্তার মোড়ে রাতে গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগ পার্টি অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

Link copied!