গৃহকর্মীর মৃত্যু: চাকরি হারালেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২৪, ০৭:৪৮ পিএম

গৃহকর্মীর মৃত্যু: চাকরি হারালেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক

ছবি: সংগৃহীত

দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হককে পদচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে। ইংরেজি দৈনিকটির এই সংবাদকর্মীর চাকরি হারানোর নোটিশ আজ থেকেই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

নয়তলার ‘বাসা থেকে নিচে পড়ে’ প্রীতি উরাং নামে ১৫ বছর বয়সের এক গৃহকর্মীর মৃত্যুর তিন মাস পর এই পদক্ষেপ নেওয়া হলো। গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের আশফাকুল হকের আটতলার ‘বাসা থেকে পড়ে মৃত্যু হয়’ ওই কিশোরী গৃহকর্মীর।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ইংরেজি দৈনিকটির অনলাইন সংস্করণেই সৈয়দ আশফাকের পদচ্যুতির নোটিশ দেওয়া হয়।

প্রীতির বাবা লোকেশ উরাংয়ের করা মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার এখন কারাগারে অন্তরীণ আছেন।

১৯৯৩ সালে দ্য ডেইলি স্টারে ক্রীড়া সম্পাদক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে যুগ্ম বার্তা সম্পাদক, বার্তা সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক পদে উন্নীত হন। ২০১৯ সাল থেকে দেশীয় ইংরেজি দৈনিকটির নির্বাহী সম্পাদক হিসেবে নিযুক্ত হন তিনি।

এর আগে ২০২৩ সালের ৬ আগস্ট ওই বাসা থেকে পড়ে যায় ৭ বছর বয়সের শিশু গৃহকর্মী ফেরদৌসী। প্রাণে বাঁচলেও তার শারীরিক অবস্থা এখনও ভালো নয়।

Link copied!