মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৫, ১২:২৮ পিএম

মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

ছবি: সংগৃহীত

রাজধানীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই বিজ্ঞপ্তিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার, ২৯ এপ্রিল এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ আদেশ দেয়।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। তাকে সহায়তা করেন আইনজীবী জহিরুল ইসললাম।

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর লক্ষ্যে গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে লিগ্যাল লাইটসের তরফে রিট মামলা করেন স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন সিকদার।

Link copied!