ঢাকা মেডিকেলে র‌্যাবের অভিযান, দালাল চক্রের ৫৮ জনের সাজা

জাতীয় ডেস্ক

মার্চ ৪, ২০২৪, ০৬:৫৩ পিএম

ঢাকা মেডিকেলে র‌্যাবের অভিযান, দালাল চক্রের ৫৮ জনের সাজা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। ফাইল ছবি

রোগীদের হয়রানি ও কমিশন নিয়ে বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগে দালাল চক্রের ৫৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

সোমবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে র‌্যাব–৩-এর একটি দল এ অভিযান পরিচালনা করা হয়। একই সময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পরে র‌্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ঢাকা মেডিকেলের বহির্বিভাগ, জরুরী বিভাগ, নতুন ভবন ও বাগান গেটের প্রশাসনিক ব্লকসহ হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে দালাল চক্রের সদস্য সন্দেহে ৬৬ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয়।’

র‌্যাবের দাবি, বিভিন্ন সময় ভুক্তভোগীদের করা অভিযোগের ভিত্তিতে সাদা পোশাকে র‌্যাব সদস্যরা চক্রটির ওপর নজরদারি চালিয়ে চিহ্নিত করে।

র‌্যাব বলছে, ঢাকা মেডিকেলে ১০০-১৫০ দালাল চক্রের সদস্য রয়েছে। এসব চক্রের দৌরাত্ম্য রুখতে এ অভিযান চলবে।

Link copied!