প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ১২:০৭ পিএম

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা পৃথক তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২৩ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।

তিনটি মামলায় মোট আসামির সংখ্যা ৪৭ হলেও ব্যক্তি হিসাবে আসামি ২৩ জন। শেখ হাসিনাসহ তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলও মামলার অন্যতম আসামি। বাকি ২০ আসামির মধ্যে রয়েছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাসহ বিভিন্ন পর্যায়ের সাবেক সদস্য, পরিচালক ও উপপরিচালকরা।

অভিযুক্তদের মধ্যে এখন পর্যন্ত কেবল মোহাম্মদ খুরশীদ আলম গ্রেপ্তার অবস্থায় আছেন।

পূর্বাচলের প্লট বরাদ্দে জালিয়াতি, প্রভাব খাটানো ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এসব মামলা করা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, সরকারি নীতিমালা উপেক্ষা করে প্রভাবশালী ব্যক্তি ও কর্মকর্তাদের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে প্লট বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

রায় ঘোষণার পর আদালত বলেন, দুর্নীতির এই ঘটনাগুলো রাষ্ট্র ও জনগণের স্বার্থের বিরুদ্ধে গুরুতর অপরাধ, তাই কঠোর দণ্ড দেওয়া হয়েছে।

Link copied!