রাজধানীর মুগদায় ৩ লাখ ৩৮ হাজার জাল টাকাসহ চক্রের মূলহোতা ও প্রধান সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (২২ জুন) র্যাব এ তথ্য জানায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তিন লক্ষ ৩৮ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ জালটাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতা ও তার প্রধান সহযোগীকে গ্রেফতার করে র্যাবের দলটি।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. স্বপন মিয়া (৩২), মো. সামিউল ইসলাম (২৬)।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকা সমমূল্যের ২৯৮টি জাল নোট, ২০০ টাকা সমমূল্যের ২০০টি জাল নোট ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত স্বপন মিয়া এ বছরই ২ মাসের ব্যবধানে একই অপরাধে পরপর দুইবার গ্রেফতার হয়েছিল। জামিনে বের হয়ে আবারও জাল নোট প্রস্তুত ও সরবরাহ শুরু করে।