‘গায়ে হলুদ’-এর আগেই গায়ে মাখুন হলুদ

লাইফস্টাইল ডেস্ক

মার্চ ১, ২০২৩, ১০:২১ পিএম

‘গায়ে হলুদ’-এর আগেই গায়ে মাখুন হলুদ

বুধ-বৃহস্পতি মানেই গায়ে হলুদের অনুষ্ঠানের দিন। আমাদের দেশের অলিখিত নিয়ম বলা যায়- বৃহস্পতিবার হলুদ, শুক্রবার বিয়ে আর শনিবার বৌভাত! যদিও এখন অনেকে ভিন্ন দিবসে করছেন। গায়ে হলুদের কথা আসলেই হলুদ দিয়ে বর-কনেকে মাখিয়ে গোসল করানোর প্রথা আসে। বহুকাল ধরেই ধর্ম-বর্ণ নির্বিশেষে গায়ে হলুদের আয়োজন হয়ে আসছে। 

এ নিয়ে গানও আছে, হলুদ বাটো মেন্দি বাটো, বাটো ফুলের মৌ, বিয়ের সাজে সাজবে কন্যা, সাজবে নতুন বৌ। 

তবে হলুদ যে ত্বকের জন্য কত উপকারী সেটা বলে শেষ করার নয়। 

হলুদ বলতেই রান্নায় ব্যবহৃত উপাদান মনে করা হলেও এই ভেষজ উপাদানটি শরীরের ত্বকের জন্যও অনেক উপকারী। যুগ যুগ ধরেই চলছে আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে হলুদের ব্যবহার। 

গায়ে হলুদ-বিয়ে-বৌভাত এইসব আয়োজনকে সামনে রেখে নিজেকে হলুদ বাটা দিয়ে নতুন রূপে সাজাতে পারেন-

> হলুদ ডার্ক সার্কেল কমায়

বিয়ে উপলক্ষে নানারকম টেনশনের প্রভাব পড়ে আমাদের ত্বকের ওপরও। দুশ্চিন্তার সাথে কেনাকাটা, ভেন্যু ঠিক করা, সাজগোজের সব গোছানো নিয়ে ভাবতে ভাবতে চোখের নিচে তো কালি পড়তে বাধ্য। জীবনের এত বড় আয়োজনের আগে চোখের নিচে ডার্ক সার্কেল কেমন বেমানান তাই না? এই ডার্ক সার্কেল দূর করতে পারে হলুদ। ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেসে কোর্টনি চিউসানো স্কিনকেয়ারের প্রতিষ্ঠাতা কোর্টনি চিউসানো এ বিষয়ে বলেন, হলুদ একটি প্রমাণিত প্রদাহবিরোধী ও লাইটেনিং এজেন্ট। হলুদ ডার্ক সার্কেল দূর করতে কার্যকরী।

> ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়

বিয়ের আগে শাইনি গ্লোয়িং স্কিন কে না চায়। এজন্যই ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে গায়ে হলুদের আয়োজন করা হয়ে থাকে। হলুদে থাকা কারকিউমিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে, ত্বকের রঙ উন্নত এবং নিস্তেজ চেহারাকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে।

> ব্রণ সমস্যা কমায়

ব্রণ ও ব্রণের দাগ নিয়ে যারা আতঙ্কে আছেন তাদের জন্য দারুণ ঔষধ হলুদ। স্কিন টোনার হিসেবেও হলুদ দারুণ কাজ করে। হলুদ ও মধু মিক্স করে ব্রণের দাগের ওপর ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এতে দাগ কমে যাবে।

এছাড়াও হলুদ ব্যাকটেরিয়া ছড়ানো বিরত রাখার মাধ্যমে ব্রণের বৃদ্ধি কমায়। একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে যা প্রদাহবিরোধী, যা দাগের লালভাব ও ফোলাভাব দূর করে।

> বার্ধক্য দূর করবে হলুদ

হলুদ চেহারা থেকে বার্ধক্যের ছাপ দূর করে। এ ছাড়া সানবার্ন থেকেও ত্বককে রেহাই দেয়। নিয়মিত এক চামচ হলুদ ও এক চামচ মধু মিশিয়ে নিয়ে ১০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। এর পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

ত্বকের যত্ন নিতে প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করুন। এতে ত্বকের ক্ষতি দ্রুত পুষিয়ে নেয়া যায়।

Link copied!