সার্বভৌমত্ব রক্ষায় যা করা দরকার, করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২১, ২০২৪, ০৩:৪৩ পিএম

সার্বভৌমত্ব রক্ষায় যা করা দরকার, করতে হবে: প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সংগৃহীত ছবি

এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা দায়িত্ব জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জীবন বাজি রেখে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা যা করণীয় সবই করতে হবে।

আজ রবিবার চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স’  উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এদেশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো সকলের কাছে সুপরিচিত। এর মর্যাদা রক্ষা করে যুগোপযোগী ট্রেনিং এর ব্যবস্থা করতে বিশেষ নজর দিতে হবে।

শেখ হাসিনা বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনেও এদেশের সশস্ত্র বাহিনী বিশেষ অবদান রেখে অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, এদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের  আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে।

আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত  সশস্ত্র বাহিনীর গড়ে তোলার কথা জানিয়েছেন সরকার প্রধান।

সরকারপ্রধান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা  এদেশের সশস্ত্র বাহিনী সারা বিশ্বে মর্যাদা নিয়ে চলবে তাদের পেশাগত দক্ষতা,কর্তব্য নিষ্ঠা এবং অনুশীলন, প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, যেকোনো দেশে সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে জনগণের আস্থা-বিশ্বাস অর্জনের মাধ্যমে। এদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী কারো সাথে যুদ্ধ নয় সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলীদের গণহত্যার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময়ই প্যালেস্টাইনের পক্ষে ছিল আছে থাকবে।

Link copied!