রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের (জিপি) সভাপতি নুরুল হক ও অন্যান্য নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, পটুয়াখালী ও রাজশাহীতে গণ অধিকার পরিষদের সমর্থকরা রাস্তায় নামে।
ময়মনসিংহে জিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এক মিছিলের পর স্থানীয় জাতীয় পার্টি (জাপা) কার্যালয় ভাঙচুর করা হয়।
অনুরূপ ঘটনা ঘটে রাজশাহীতে, যেখানে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা জাপার জেলা ও মহানগর কার্যালয়ে আগুন জ্বালিয়ে ভাঙচুর করেন।
নারায়ণগঞ্জে মশাল মিছিলের মাধ্যমে জনসাধারণের পথ অবরোধ করে প্রতিবাদ জানান নেতারা। কুষ্টিয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, আর পটুয়াখালীর নুরুল হকের বাড়ি চরমাশাশে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহীতে ভাঙচুরের ঘটনা পুলিশ পৌঁছানোর আগে ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী গণ অধিকার পরিষদের নেতারা নুরুল হকের ওপর হামলার জন্য দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দায়িত্বপ্রাপ্তদের শাস্তির দাবি জানিয়েছেন।