ছাত্ররাজনীতি বন্ধের নামে বুয়েটকে জঙ্গিবাদের কারখানা করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৩১, ২০২৪, ০৭:৩১ এএম

ছাত্ররাজনীতি বন্ধের নামে বুয়েটকে জঙ্গিবাদের কারখানা করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

ছাত্ররাজনীতি বন্ধের নামে মৌলবাদ ও জঙ্গিবাদের কারখানা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রবিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা অপকর্ম-অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন এবং সেই নীতিতেই আমরা এগিয়ে চলছি। আজকে বিশ্বজিৎ হত্যার বিচার করতে গিয়ে আমাদের আমাদের অনেক কর্মী দণ্ডিত হয়েছে।

তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। আমরা খতিয়ে দেখছি। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে জঙ্গিবাদের কারখানায় পরিণত করা হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে, সেরকম হলে সরকারকে একশানে যেতে হবে। অপকর্ম, অন্যায়ের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে রয়েছেন। আবরার হত্যাকান্ডে কাউকে ছাড় দেননি প্রধানমন্ত্রী।

নেতাদের উদ্দেশ করে কাদের বলেন, নিজেদের মধ্য ঝগড়াঝাটি, দ্বন্দ্ব পরিহার করতে হবে। নেতাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। ফেসবুকে বিএনপি যা করে আওয়ামী লীগের নেতারা তা করতে পারে না। দায়িতজ্ঞানহীন কথা বলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা যাবে না।

উপজেলা নির্বাচন নিয়ে কাদের বলেন, এই নির্বাচনে প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। যার নির্বাচন করার ইচ্ছা তার নির্বাচন করার স্বাধীনতা আছে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু।

Link copied!