গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু সহ-সভাপতি নুরুল হকসহ নেতা-কর্মীদের ওপর ‘বর্বর হামলার’ প্রতিবাদে আজ (শনিবার) রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ ও সংহতি সমাবেশ আয়োজন করবে।
দলের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও অংশ নেবেন।
এ কর্মসূচির ঘোষণা এমন সময় এসেছে যখন গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের সময় গণ অধিকার পরিষদের একটি মিছিল জাপা কার্যালয়ের পাশে যাচ্ছিল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে নুরুল হকসহ কয়েকজন আহত হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এই ঘটনায় পাঁচজন সেনা সদস্যও আহত হন।
নুরুল হক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। হাসপাতালে তার চিকিৎসার জন্য উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরুল হকের মাথায় আঘাত এবং নাকের হাড় ভেঙে যাওয়ায় গতকাল রক্তক্ষরণ হয়েছিল। “রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তিনি স্বাভাবিক জ্ঞান ফিরে পেয়েছেন। তবে ৪৮ ঘণ্টা পার হওয়া পর্যন্ত তাকে সম্পূর্ণ নিরাপদ বলা সম্ভব নয়,” তিনি যোগ করেন।