পোস্টাল ব্যালটে ভোট দিতে ৫১ হাজার ৫৩৩ প্রবাসীর নিবন্ধন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ১১:৩০ এএম

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৫১ হাজার ৫৩৩ প্রবাসীর নিবন্ধন

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ চালু হওয়ার পর বিশ্বজুড়ে আগ্রহ দেখা যাচ্ছে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৫১ হাজার ৫৩৩ জন প্রবাসী ভোটার।

ইসি সূত্র জানায়, এ পর্যন্ত নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৬৪৬ জন এবং নারী ভোটার ৭ হাজার ৮৮৭ জন। দেশভিত্তিক হিসেবে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১০ হাজার ৩৩৫ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। 

এরপর দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৮৮৯ জন, জাপানে ৬ হাজার ১৫৮ জন, কানাডায় ৫ হাজার ৮৬৫ জন, অস্ট্রেলিয়ায় ৪ হাজার ৭৫৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ১৮৩ জন এবং চীনে ১ হাজার ৬৫১ জন ভোটার নাম লিখিয়েছেন।

ইসি জানিয়েছে, এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকেই নির্দিষ্ট সময়সীমার ভেতরে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। 

বুধবার রাতে প্রকাশিত ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সবার জন্য নিবন্ধন উন্মুক্ত থাকবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে পর্যায়ক্রমে পাঁচ দিন করে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছিল। তবে প্রবাসীদের সুবিধার কথা ভেবে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। এখন যেকোনো দেশ থেকে যেকোনো সময় নিবন্ধন করা যাবে।

তিনি আরও বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের সুযোগ সৃষ্টি করা দেশের নির্বাচনি প্রক্রিয়ায় একটি বড় অগ্রগতি। পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকা ছাড়া অন্যত্র অবস্থানরত সরকারি কর্মীদের জন্য ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ চালু করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে অন্তর্ভুক্ত করছে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটে ভোট দিতে প্রবাসীকে অবশ্যই তিনি যে দেশে থাকছেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে নিবন্ধন করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে বাংলা বা ইংরেজি ভাষায় নির্দেশনা পড়ে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে। সঠিক ঠিকানা প্রদান করলেই বিদেশে ব্যালট পৌঁছানো নিশ্চিত হবে বলে জানিয়েছে ইসি

Link copied!