আগস্ট ৩০, ২০২৫, ০৪:৪৬ পিএম
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে ফের উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এলাকায়।
সকাল থেকেই শতাধিক পুলিশ সদস্য কার্যালয়ের আশপাশে মোতায়েন ছিলেন। দুপুর ৩টার দিকে ‘জুলাই মঞ্চ’-এর ২০ থেকে ২৫ জন নেতাকর্মী একের পর এক মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে দিয়ে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ের দিকে যান। তাদের ব্যানারে লেখা ছিল— “বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে হুলিয়া মিছিল, যার মধ্যে জাতীয় পার্টিও রয়েছে।” মিছিল থেকে তারা নুরুল হক নূরের ওপর হামলার বিচার এবং প্রশাসনের জবাবদিহি দাবি করেন।
পুলিশও পুরো সময় সতর্ক অবস্থানে ছিল। রমনা মডেল থানার অপারেশনস কর্মকর্তা আতিকুল ইসলাম খন্দকার সাংবাদিকদের বলেন, “আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখাই আমাদের মূল লক্ষ্য।”
অন্যদিকে, জাপার শতাধিক নেতাকর্মীকে কার্যালয়ের ভেতরে অবস্থান করতে দেখা গেলেও পুলিশ কাউকে বাইরে ভিড় জমাতে দেয়নি।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে জাপা ও গণঅধিকার পরিষদের (গঅপ) কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত সাড়ে ৯টার দিকে গঅপ নেতাকর্মীরা মশাল মিছিল করেন। দলের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, দলীয় নেতারা জাপা কার্যালয়ের সামনে ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে।
ঘটনায় আহত গঅপ সভাপতি নুরুল হক নূর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নূরের ওপর ‘হামলার’ ঘটনায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ একাধিক রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে। শুক্রবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গঅপ নেতাকর্মী ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।