সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২৪, ০৭:৩৭ পিএম

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দিয়েছি।

সোমবার (১২ আগস্ট) বিকেল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এটা বিএনপি নেতাদের প্রথম বৈঠক। সাংবাদিকদের সামনে বিএনপি মহাসচিব বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দিয়েছি। সুষ্ঠু পরিবেশে যাতে নির্বাচন ভালোভাবে হয় সেজন্য আমরা সরকারকে সময় দিয়েছি।”

এর আগে উপদেষ্টাদের অনেকেই জানিয়েছিলেন, নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে। মির্জা ফখরুল এ সময় যোগ করেন, ‍“আমরা তাদের সময় দিয়েছি।” তিনি বলেন, বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজনে কোনও সুনির্দিষ্ট সময়সীমা দেয়নি।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও জমিরউদ্দিন সরকার।

Link copied!