কুয়াকাটা সমুদ্রসৈকতে ২৫ কেজি ওজনের মৃত কচ্ছপ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২২, ১০:৩০ পিএম

কুয়াকাটা সমুদ্রসৈকতে ২৫ কেজি ওজনের মৃত কচ্ছপ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের তেত্রিশকানি এলাকায় দুই দিনের ব্যবধানে আরও একটি বিশালাকৃতির মৃত ‌‘ওলিভ রেডলি কচ্ছপ’ পাওয়া গেছে। মঙ্গলবার সকালের জোয়ারে ভেসে আসা কচ্ছপটি ২৫ কেজি ওজনের। একই জায়গায় গত রোববার সকালে একই ধরনের আরও একটি মৃত কচ্ছপ পাওয়া যায়। ২০ কেজি ওজনের আগের কচ্ছপটি ছিল পুরুষ, এবারেরটি স্ত্রী।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ওলিভ রেডলি কচ্ছপকে ‘সংকটাপন্ন’ প্রজাতির কচ্ছপ হিসেবে চিহ্নিত করেছে।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিম পাড়ার জন্য কচ্ছপ সৈকতের কাছাকাছি এসে থাকে। তখন হয়তো জেলেদের জালে আটকা পড়ে কচ্ছপগুলো মারা যেতে পারে। তা ছাড়া কয়েক দিন আগে কুয়াকাটা, গঙ্গামতি সৈকতসহ পার্শ্ববর্তী এলাকায় প্রচুর জেলিফিশ জোয়ারের পানিতে ভেসে এসে আটকা পড়েছে। সমুদ্রের পানিতেও ওই সময় প্রচুর জেলি ফিশ ভাসছিল। কচ্ছপ জেলিফিশ খায়। তখন জেলেদের আঘাতে বা বিষাক্ত কিছু খেয়েও কচ্ছপ মারা যেতে পারে।

Link copied!