বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসানসহ একুশে পদক পাচ্ছেন আরও ৩ জন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:৫৬ পিএম

বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসানসহ একুশে পদক পাচ্ছেন আরও ৩ জন

ছবি: সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তিতে শুধু মেহেদী হাসান খান নয়, সঙ্গে আরও তিনজন একুশে পদক পাচ্ছেন। যারা মেহেদী হাসানের সঙ্গে অভ্র তৈরিতে যুক্ত ছিলেন। এর আগে চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছিলেন মেহেদী হাসান খান। যাকে অভ্র কিবোর্ড তৈরির কারিগর বলা হয়।

রবিবার, ০৯ ফেব্রুয়ারি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিভায়েড ফেসবুকে এ কথা জানান।

ফারুকী লিখেছেন, ‘আজকে খুলেই বলা যায়, আমরা জানতাম মেহেদী হাসান খান পুরস্কার গ্রহণ করতে আগ্রহী না। এর আগেও তাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। তিনি পুরস্কার না নিতে পারেন জেনেও আমাদের ক্যাবিনেট থেকে আমরা পুরস্কার ঘোষণা করতে সম্মত হই। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছি আমরা কাদের সেলিব্রেট করব।’

মেহেদী হাসান পুরস্কার নিতে সম্মত হয়েছেন জানিয়ে উপদেষ্টা জানিয়েছেন, ‘তিনি (মেহেদী হাসান) একা এই কৃতিত্ব নিতে চাননি। তার আরও তিন বন্ধুরিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা; যারা অভ্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাদের ছাড়া তিনি পুরস্কার নিতে চাননি। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্রর জন‍্য দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

ফারুকী লিখেছেন, অভ্রর তৈরির সঙ্গে যুক্ত এই চার বন্ধুই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আসছেন পুরস্কার গ্রহণ করতে।

Link copied!