নিঃস্ব ব্যবসায়ীদের সহযোগীতার হাত বাড়ালেন তাহসান, বুবলী ও মীম

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২৩, ০৭:১৩ পিএম

নিঃস্ব ব্যবসায়ীদের সহযোগীতার হাত বাড়ালেন তাহসান, বুবলী ও মীম

সম্প্রতি বঙ্গবাজারে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। যার সাক্ষী হয়েছে রাজধানীবাসী। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় লাখো মানুষের স্বপ্ন।

সেই ভয়াবহ দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে দেশের সামর্থ্যবান মানবিক মানুষ ও দাতব্য সংস্থাগুলো।

এবার তাদের সঙ্গী হলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান। আগুনে পুড়ে যাওয়া একটি লুঙ্গি কিনলেন তিনি। তাও কোনো স্বাভাবিক দামে নয়, কিনেছেন এক লাখ টাকায়! জানা গেছে, এই টাকা যাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায়।

অন্যদিকে দেশের জনপ্রিয় দুই চিত্রনায়িকা শবনম বুবলী ও বিদ্যা সিনহা সাহা মীমও পোড়া কাপড় কিনে নিঃস্ব ব্যবসায়ীদের সহযোগিতায় শামিল হলেন।

এদিকে দুর্ঘটনার শিকার অসহায় মানুষের সহযোগিতার এই অভিনব পন্থা তৈরি করেছে দাতব্য সংস্থা বিদ্যানন্দ। তারা বঙ্গবাজারে পুড়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া কাপড়গুলো কিনে নিচ্ছেন। এরপর সেগুলো সংস্কার করে বিক্রি করবেন মানুষের কাছে। এর মাধ্যমে প্রাপ্ত অর্থগুলো দেওয়া হবে বঙ্গবাজারের দোকানিদের।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে বঙ্গবাজারে আগুন লাগে। সকাল ৬টা ১০ মিনিটে খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিস। পরে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চার হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

Link copied!