ভারতের জি বাংলা চ্যানেলে প্রচারিত সঙ্গীত প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান ‘সা রে গা মা পা’র মধ্য দিয়ে ব্যাপক পরিচিত পাওয়া বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর নোবেলকে ওই তালাক নোটিশ পাঠানো হয় বলে বুধবার (৬ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
বুধবার (৬ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে সালসাবিল লিখেন, 'যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেওয়া হয়েছে কিনা তা আমি এখনো জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনোই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যৎ এর জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।'
সালসাবিল অভিযোগ করে বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ,মাদকাসক্ত, নারী, নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’ এদিকে নোবেল নিজেও এদিন নিজের ফেসবুক পেজে ‘ডিভোর্স’ লিখে এক শব্দের একটি পোস্ট করেন।
গত ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। সামনের মাসেই ছিল তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। তবে তার আগেই বিচ্ছেদের পথে হাঁটলেন এ দম্পতি।
মেহরুবা সালসাবিল এর আগে গত ২৫ আগস্ট নির্যাতনের কথা উল্লেখ করে ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, 'এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি। এমনকি যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না। গোপনে ধারণকৃত পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল্যাকমেইল করে রাখা যায় এবং তা সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত।'