ভারতের 'জাতীয় ক্রাশ' হিসেবে ডাকা হয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সম্প্রতি আল্লু অর্জুনের সঙ্গে তার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দারুণ ধামাকা দেখিয়েছে ‘পুষ্পা’।
আর সেই ধামাকায় দুম করে নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন রাশমিকা।
এই সিনেমায় দিয়েই যেন রাশমিকাকে আবারও নতুন করে চিনেছে তার ভক্তরা। পুস্পার দৌরাত্ম এখন চলছে। এই সিনেমা নিয়ে সমালোচকদের প্রশংসাও কম কুড়াননি তিনি। তাই এক সিনেমাতেই পারিশ্রমিকটাও বেড়ে গেলে তার। দু’টি অংশে মুক্তি পাচ্ছে ‘পুষ্পা’।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রথম অংশ হিট হওয়ার পরই নাকি দ্বিতীয় অংশের জন্য পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন রাশমিকা। ‘পুষ্পা সিনেমার জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেত্রী। তবে নির্মাতারা তার দাবিটি মানবেন কিনা তা নিয়ে এখনো কিছু জানা যায়নি।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার কাজ আসছে ফেব্রুয়ারিতে শুরু হবে। চলতি বছরের শেষ দিকে এটি মুক্তির কথা রয়েছে। তবে করোনা মহামারির কারণে তা পেছাতে পারে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকরা। আল্লু অর্জুনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করছেন রাশমিকা মান্দানা। সুকুমার পরিচালিত এ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। আল্লুর স্ত্রীর চরিত্রে দেখা যাবে রাশমিকাকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ।
মডেলিং দিয়ে শুরু করা রাশমিকা এখন দক্ষিণের অন্যতম সেরা অভিনেত্রী। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস অব ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন। ছোট্ট ফিল্মি ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২টি ছবি মুক্তি পেয়েছে রাশমিকার। ২০১৬ সালে রূপালি পর্দায় প্রথম অভিষেক ঘটে এ মিষ্টি হাসির তরুণীর।