ভারতের মালায়ালম ভাষার জনপ্রিয় সংগীত শিল্পী এদাভা বসির আর নেই। গত শনিবার রাতে এক অনুষ্ঠানে মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে ঘটেছে শনিবার রাতে ঘটেছে এ দুঃখজনক ঘটনা। এ গায়কের নাম এদাভা বসির। মালায়ালম ভাষার জনপ্রিয় সংগীত শিল্পী ছিলেন তিনি।
এ ৭৮ বছর বয়সী এই তারকা সংগীতশিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।
আনন্দবাজার, আজকাল, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে কেরালা রাজ্যের আলাপুঝা জেলার ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রায় তাদের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদাভা বসির। মঞ্চে উঠে গান ধরে শেষ করার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
প্রসঙ্গত, একাধিক মালায়ালাম সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এদাভা বসির। পাশাপাশি কেরালার অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। এই গায়কের মৃত্যুতে সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।