২৫ বছর পূর্তি হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাগরিক ব্যান্ড শিরোনামহীন-এর। ১৯৯৬ সালের পহেলা বৈশাখে দলটির আত্মপ্রকাশ ঘটে। বৃহস্পতিবার ব্যান্ডটির সিলভার জুবেলি উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী আয়োজন করেছে তারা।
এরমধ্যে আছে ব্র্যান্ডমিথ-এর আয়োজনে ভারতের মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সাথে যৌথভাবে উদযাপন করতে যাচ্ছে তাদের ২৫ বছর পূর্তির ঐতিহাসিক এ স্মরণীয় উৎসব।
জানানো হয়, ব্র্যান্ডমিথ-এর আয়োজনে ভারতের ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’র সাথে কোলাবোরেশনে উদযাপন করতে যাচ্ছে শিরোনামহীনের ২৫ বর্ষপূর্তি উৎসব। বলাবাহুল্য বাংলাদেশের কোনও ব্যান্ড এর আগে অর্কেস্ট্রার সাথে কোলাবোরেশনে কনসার্ট করেনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক বছর ধরেই থাকবে শিরোনামহীনের বিভিন্ন চমক। তবে সব থেকে বড় চমক ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে তাদের কনসার্ট ‘দ্য অনলি হেডলাইনার’। যা আয়োজিত হতে যাচ্ছে ২৬ মে। আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে। কনসার্টে শিরোনামহীনের সাথে ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’ ছাড়াও দেশের বরেণ্য এবং খ্যাতনামা, লিজেন্ড ব্যান্ড স্টাররা গেস্ট হিসেবে পরিবেশনা করবেন।