শুটিং সেটে আহত অভিনেতা সঞ্জয়

শোবিজ ডেস্ক

আগস্ট ১৫, ২০২৩, ১২:২১ পিএম

শুটিং সেটে আহত অভিনেতা সঞ্জয়

বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত শুটিং সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। তার মাথায় চোট লেগেছে। বেশ কয়েকটি সেলাই পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। আসলে অভিনেতাকে তলোয়ার নিয়ে অ্যাকশন করতে হচ্ছিল। কিন্তু অসাবধানতাশত আঘাত লাগে মাথায়। তৎক্ষণাৎ বিশেষ একটি দল সঞ্জয়কে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে অভিনেতা নাকি কোনও ছুটি নেননি। প্রাথমিক চিকিৎসার পর ফের তিনি শুটিং ফ্লোরে ফিরেছেন। 

যদিও এই দুর্ঘটনা প্রসঙ্গে সঞ্জয় এখনও কোনও রকম প্রতিক্রিয়া দেননি। তাই এই খবরের সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। এর আগেও সঞ্জয়কে নিয়ে এমন খবর রটেছিল।

Link copied!