ছবি: সংগৃহীত
হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার জজ আদালত।
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আগামী ছয়ই জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
০৫ নভেম্বর দিবাগত রাতে ঢাকার উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাসা থেকে উত্তরা উত্তর ও পূর্ব থানার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।
জুলাই-অগাস্ট মাসে হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়।
আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। সে সময় ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে।
ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়। মামলায় শমী কায়সার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়।