চট্টগ্রাম মাতাবে শিরোনামহীন-রাফা

ইফতেছামুল ইশাদ

অক্টোবর ২৬, ২০২৩, ১১:০৪ পিএম

চট্টগ্রাম  মাতাবে শিরোনামহীন-রাফা

২০২৩ সালটি দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য স্বপ্নের মতো যাচ্ছে। ইন্ডাস্ট্রির জনপ্রিয় সব ব্যান্ডগুলো দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখছে একের পর এক কনসার্ট দিয়ে । রাজধানী ঢাকাসহ জেলা ও উপজেলা শহরগুলোতেও এ বছর অসংখ্য কনসার্টের আয়োজন হয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যান্ড মিউজিকের শহর চট্টগ্রামে ২৭ অক্টোবর একই দিনে দুটি কনসার্টের আয়োজন করা হয়েছে। একটি বায়েজিদ তারা গেটে, অন্যটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ে।

শিরোনামহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনসার্টে প্রধান আকর্ষণ। এ ছাড়া মিনারসহ কনসার্টে চট্টগ্রামের স্থানীয় বেশকিছু ব্যান্ড কনসার্টে অংশগ্রহণ করবে। তবে সবার জন্য কনসার্টটি উন্মুক্ত নয়। শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কনসার্টটি উপভোগ করতে পারবেন। এ বিষয়ে শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া জানান, ‘আমরা ২৭ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি কনসার্ট করব। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জারুলতলায় আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের জনপ্রিয় সব গান আমরা তাদের সামনে পরিবেশন করব। আশা করি ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক সুন্দর ও অসাধারণ একটি সময় কাটবে।’

শহরের বায়েজিদ তারা গেটে একই দিনে সাধারণ দর্শকদের জন্য ‘হান্টিং হারমনিস’ শিরোনামে আরও একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে পাঁচ ব্যান্ড পারফর্ম করবে এবং সংগীতশিল্পী তাসফিয়া রাফিয়া একক সংগীত পরিবেশন করবেন। কনসার্ট দুপুর ২টায় শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। অ্যাভয়েড রাফা আয়োজনটির প্রধান আকর্ষণ। 

ব্যান্ডের প্রধান রাযেফ আল হাসান রাফা  বলেন, ‘বছরজুড়ে আমরা ব্যান্ডগুলো একত্র হয়ে খুব একটা বেশি কনসার্ট করিনি। ব্যান্ডের সদস্যরা বিভিন্ন ব্যান্ডের হয়ে বাজালেও, আমরা স্টেজে একত্র হওয়ার সুযোগ খুব কম পেয়েছি। আমরা দীর্ঘ সময় পর দলগতভাবে কনসার্ট করতে যাচ্ছি চট্টগ্রামে। এটা আমাদের ব্যান্ডের সবার জন্য আনন্দের একটি খবর। আশা করি ভালো কিছু হবে।’ কনসার্টে অ্যাভয়েড রাফা ছাড়া আরও পারফর্ম করবে ব্যান্ড উন্মাদ, আনপ্রিপ্যায়ার্ড ওয়ার, ল্যারি, নিলীন দ্য ব্যান্ড। এ ছাড়া চট্টগ্রামের বেশকিছু আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের পারফর্ম করার কথা রয়েছে।

তিন ধাপে নির্ধারণ করা হয়েছে কনসার্টের টিকিট মূল্য । অ্যার্লি বার্ড ২৫০, অ্যার্লি বার্ড ফরচুন ৬০০ ও অ্যার্লি বার্ড ভিআইপি ১৫০০ টাকা। টিকিফাইয়ের মাধ্যমে আগত দর্শকরা অনলাইনেও টিকিট সংগ্রহ করতে পারবেন।

Link copied!