বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে কনসার্ট!

শোবিজ ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৩, ০৫:০৩ পিএম

বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে কনসার্ট!

শুরু হয়েছে  ক্রিকেট বিশ্বকাপ। আর বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে গ্রামীণফোন আয়োজন করেছে বিশাল এক কনসার্টের । কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘চলো বাংলাদেশ কনসার্ট’।

আগামী ২০ অক্টোবর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্টটি। সেখানে পারফর্ম করবে পাঁচটি ব্যান্ড। পাশাপাশি মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় চার গায়ক হাবিব ওয়াহিদ, হাসান, প্রীতম হাসান ও পান্থ কানাই।

ব্যান্ডগুলো হলো- ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘ওয়ারফেজ’, ‘নেমেসিস’ ও ‘রাফা অ্যান্ড ফ্রেন্ডস’। গ্রামীণফোনের উদ্যোগে আয়োজিত এই কনসার্টের মূল লক্ষ্য হলো জাতীয় দলের ক্রিকেটারদের উজ্জীবিত করা এবং মানুষের মাঝে ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দেওয়া।

জানা গেছে, বিশেষ এই কনসার্টটি বিনামূল্যেই উপভোগ করতে পারবেন শ্রোতা-দর্শকরা। আর কনসার্টটি উপভোগ করতে মাইজিপি অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রতিদিন রাত ১২টা থেকে টিকিট পোর্টালটি উন্মুক্ত থাকবে সীমিত সংখ্যক নিবন্ধনের জন্য। ১৯ অক্টোবর পোর্টালটি বন্ধ হয়ে যাবে।

এ ছাড়া সরাসরি দেখতে না পারলেও মুঠোফোনে কিংবা টেলিভিশনেও উপভোগ করা যাবে এই কনসার্ট। পাশাপাশি মাইজিপি অ্যাপ ও এনটিভিতে সম্প্রচার করা হবে কনসার্টটি।

Link copied!