নতুন সিনেমায় দিঘী

শোবিজ ডেস্ক

আগস্ট ৭, ২০২৩, ০৫:২৫ পিএম

নতুন সিনেমায় দিঘী

নতুন সিনেমায় নাম লেখালেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমার নাম ‘দেয়াল’। সিনেমায় তার সঙ্গে আছেন একঝাঁক তারকা। ‘দেয়াল’ ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দিঘীকে। 

ছবিটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। তিনি বলেন, ভিন্ন ভাবনার গল্পে একটি সিনেমা বানাতে যাচ্ছি। এখানে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। 

আর চরিত্রগুলোকে প্রাণবন্ত করতেই দেশের গুণী ও জনপ্রিয় শিল্পীদের বাছাই করেছি। আমার বিশ্বাস এই সিনেমা দর্শকের মনে ধরবে।

রাজিবুল ইসলাম রাজিবের গল্প ও সংলাপে নির্মিতব্য সিনেমাটি প্রযোজনা করছে মীর শহীদ ফিল্মস। জানা গেছে, চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হবে।

Link copied!