থাইল্যান্ডে গার্লস ট্রিপে গিয়েছেন দুই বলিউড তারকা দিশা পাটানি ও মৌনি রায়। তারা দুজন যেন দুজনের চোখের মনি। প্রায়শই তাদের এক সাথে দেখা মিলে সামাজিক মাধ্যমে।
বর্তমানে তারা দুজনই নিজেদের মতো করে সেরা উপভোগ করছেন। স্যুইমস্যুট পরা দিশার সঙ্গে ছবি শেয়ার করেছেন মৌনি।
দিশা পাটানির সঙ্গে বেড়াতে গিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মৌনি রায়। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয়জনের সঙ্গে বেড়াতে এসেছি’। গার্লস ট্রিপের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন মৌনি।
ছবিতে লাল বিকিনি পরে দেখা মিলেছে দিশার। অস্বমিত সূর্য উপভোগ করছেন তিনি। সঙ্গে বইয়ের পাতায় নিজের মনোনিবেশ করেছেন।
থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন তাঁরা। পা খোলা গাউন পরে মন খুলে দোলনা চড়ছেন তিনি। এমনি অবস্থায় নেটিজেনদের মনে প্রশ্ন তারা কি তবে সমকামিতায় জরালো!