রিয়েল সাইজ বিউটির প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত : জেন দীপিকা

শোবিজ ডেস্ক

নভেম্বর ২১, ২০২৩, ০৬:৩৯ পিএম

রিয়েল সাইজ বিউটির প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত : জেন দীপিকা

মিস ইউনিভার্সের চিরাচরিত ভাবনা মানেই শুকনা-পাতলা অল্পবয়সী সুন্দরী কোনো মেয়ে। তবে সেই ভাবনাকে ভেঙে দিলেন মিস নেপাল জেন দীপিকা গ্যারেট।  

প্রথম প্লাস সাইজ মডেল হিসেবে এবারের মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় অংশ নিয়ে গর্বের সঙ্গে বিউটি পেজেন্টের মঞ্চে নিজের নাম লেখালেন।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রোববার ১৯ নভেম্বর মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচার ছিল মধ্য আমেরিকার এল সালভাদরে। সেখানে দীপিকার মাথায় জয়ের মুকুট না জুটলেও প্রাপ্তির ঝুলি ঠিকই ভরে নিয়েছেন প্লাস সাইজের আত্মবিশ্বাসী ২২ বছরের মেয়েটি।

জেন দীপিকা গ্যারেট পেশায় একজন নার্স এবং ব্যবসায়ী। এমন খুশির খবরে তিনি সামাজিক মাধ্যমে লিখেন, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা রিয়েল সাইজ বিউটির প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। সেই সাথে বিউটি পেজেন্টে দাঁড়িয়ে স্টিরিওটাইপ ভাবনা ভাঙতে পেরেও ভালো লাগছে।

মিস ইউনিভার্সের ইতিহাসে এই প্রথমবার কোনো প্লাস সাইজ মডেল অংশ নিলেন। সুইমস্যুট রাউন্ডে তিনি সবার নজর কেড়ে নেন। তার কনফিডেন্স, তার সৌন্দর্য সবার মন কেড়ে নেয়। মেটালিক গ্রিন সুইমস্যুট পরে তাকে আন্তর্জাতিক মঞ্চে হাঁটতে দেখা যায়। 

Link copied!