আগস্ট ১২, ২০২৩, ০৩:৫৯ পিএম
যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। দেশে ফিরেই গেল ৫ আগস্ট অংশ নেন দেশের একটি কনসার্টে। চলতি মাসে আরও কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সঙ্গে প্রকাশ করবেন নতুন গানও।
এদিকে, কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট সিটির জেইন ফিল্ডে কনসার্ট মাতিয়ে আসলেন জেমস। জুলাইয়ের শেষে তিন দিনব্যাপী ‘নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল ২০২৩’-এ ফেস্টিভ্যাল হয়। যেখানে জেমস গত ২২ বছর ধরে পারফর্ম করে আসছেন।
ফেস্টিভ্যালের শেষদিন ভক্ত-দর্শকদের উদ্দেশ্যে নগর বাউল’খ্যাত এই তারকা বলেন, ‘বেঁচে থাকলে আবার দেখা হবে।’ সঙ্গে এও জানান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভক্ত-দর্শকদের গান শুনিয়ে যেতে চান তিনি। ভক্ত-শ্রোতাদের ভালোবাসাই তাকে এগিয়ে যাওয়ার উৎসহ দেয়। স্টেজ শো’র পাশাপাশি এখন থেকে নিয়মিত নতুন প্রকাশের কথাও বলেন জেমস।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘গুরু আপনাদের জন্যই গান করেন। স্টেজ শোর পাশাপাশি এখন নতুন গানের পরিকল্পনা চলছে। আশা করি, এর ঘোষণাও আসবে অতি শিগগিরই। গুরুর কথায় বলতে হয়, “বেঁচে থাকলে আবার দেখা হবে”। কথা হবে গান হবে।’
উল্লেখ্য, ব্যান্ড মিউজিকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমণি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয়ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।
ব্যান্ডের পাশাপাশি এই শিল্পী গান গেয়েছেন সিনেমাও। শুধু দেশেই নয়ই ভারতের সিনেমাতেও গান গেয়ে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি।