‘জাওয়ান’ জ্বরে বিশ্বের সাথে একই দিনে কাঁপছে বাংলাদেশও

ফারহানা জিয়াসমিন

সেপ্টেম্বর ৭, ২০২৩, ১১:০৭ পিএম

‘জাওয়ান’ জ্বরে বিশ্বের সাথে একই দিনে কাঁপছে বাংলাদেশও

সংগৃহীত ছবি

বিশ্ব কাঁপাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জাওয়ান’। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। এবার বাংলাদেশের সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেলো ‘জাওয়ান’। ফলে আজই বিশ্বের ১০ হাজার হলের সাথে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতেও মুক্তি পাচ্ছে শাহরুখ খানের এই বহুল প্রত্যাশিত সিনেমাটি।  এই প্রথম কোনো হিন্দি সিনেমা একই তারিখে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেলো। 

কোনো ধরনের আপত্তি ছাড়াই বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পাওয়ার কথা নিশ্চিত করে সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন জানান, প্রেক্ষাগৃহে দেখা যাবে সন্ধ্যা থেকেই। একযোগে বাংলাদেশের ৪১টি সিনেমা হলে চলবে এই সিনেমাটি।

Jawan‍‍` Movie: Cast, plot, trailer, runtime – all you need to know - India  Today

সিনেমাটি আমদানির সাথে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পাশাপাশি রংধনু গ্রুপও যুক্ত। বিনিময় প্রথায় ‘জাওয়ান’-এর বিপরীতে ভারতে যাচ্ছে শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমাটি।

সেন্সর বোর্ডের সদস্য, প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আজ বেলা ১২টায় আমরা ছবিটা দেখা শুরু করেছি। তিন ঘণ্টার ছবি। দেখা শেষে বোর্ড আনকাট ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে ‘জাওয়ান’-এর আয় ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে। ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি। অন্যদিকে ধারণা করা হচ্ছে, ‘জওয়ান’ আয় করতে পারে ৬০ থেকে ৭০ কোটি রুপি।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি। এই ছবির হাত ধরেই বলিপাড়ায় তামিল পরিচালক অ্যাটলির অভিষেক। 

এসআরকে এবং গৌরি খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ৩০০ কোটি রুপির এই সিনেমা মুক্তির আগেই তুলে নিয়েছে ৫১ কোটি ১৭ লাখ রুপি। 

এই প্রথমবার শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন। এই ছবিতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।

ছিনতাই, হত্যা, মারপিট, প্রতিশোধ থেকে শুরু করে রহস্য। ‘জাওয়ান’ ছবির কেন্দ্রে যে রয়েছে একেবারে অন্যরকম কাহিনি তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে।

Jawan‍‍` Telugu version records stellar advance booking: 80% full for the  First-Day 6 AM show | Telugu Movie News - Times of India

এদিকে সিনেমাটি নিয়ে ভারতে চলছে উন্মাদনার ঝড়। বাধ্য হয়ে ভোর থেকেই সিনেমাটির শো রাখা হয়। আর মধ্যরাত থেকেই দর্শকদের ভিড় দেখা যায় হলের সামনে। প্রথম দিনের প্রথম শো দেখতে রাতের প্রথম প্রহর থেকেই উপচে পড়েছিল দর্শক।

দর্শকসহ সিনেবিশ্লেষকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি। প্রায় সব ফিল্ম ক্রিটিকস ছবিটিকে ‘ব্লকবাস্টার’ বলে আখ্যা দিচ্ছেন। 

সমালোচক তরন আদর্শ ‘জাওয়ান’কে ৫-এর মধ্যে সাড়ে ৪ রেটিং দিয়েছেন। আর ছবিটিকে তিনি ‘মেগা-ব্লকবাস্টার’ তকমা দিয়েছেন। বলেছেন, শাহরুখের ক্যারিয়ারে অন্যতম মসলাদার ছবি এটি। সমালোচক সুমিত কাড়েল ছবিটিকে সাড়ে ৪ রেটিং দিয়েছেন। 

Link copied!