বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। তবে তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে সিনেমার পাইরেসি আগের চেয়ে বেশিই হচ্ছে। সেখানে কোনো সিনেমা নিয়ে প্রত্যাশার পারদ যত উঁচুতে থাকবে, সেই সিনেমার পাইরেসির কবলে পড়ার শঙ্কা থাকে আরও বেশি। সেই শঙ্কা সত্যি হলো ‘জাওয়ান’ সিনেমার বেলায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই পাইরেসির পাইরেসির মুখে পড়েছে ‘জাওয়ান’ সিনেমাটি। পাইরেসি ঠেকানোর আপ্রাণ চেষ্টার পরও ভারতে প্রথম শো প্রদর্শিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অনেক ওয়েবসাইটে সিনেমাটির ক্যামেরা প্রিন্ট (সিনেমা হল থেকে অনুমতি ছাড়া ধারণ করা) চলে এসেছে।
শাহরুখের সর্বশেষ সিনেমা ‘পাঠান’ও পাইরেসির কবলে পড়েছিল। গত জানুয়ারিতে মুক্তির ঘণ্টা চারেক আগেই ফিল্মি জিলা, অনলাইন মুভি ওয়াচ, তামিল রকার্স, ১২৩মুভিস, ১২৩মুভিরুলজ, ফিল্মিওয়াপ-এর মতো অনলাইন সাইটে পাওয়া যাচ্ছিল সিনেমাটি। পাশাপাশি চলচ্চিত্র সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইট টরেন্টেও মুক্তির অল্প সময়েই সিনেমাটির হলপ্রিন্ট চলে এসেছিল।
‘জাওয়ান’ সিনেমাটি নির্মিত হয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। ৩০০ কোটি বাজেটে ব্যয়ে নির্মিত সিনেমাটি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি।