মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি: জায়েদ খান

শোবিজ ডেস্ক

মে ২৩, ২০২৪, ০১:৪০ পিএম

মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি: জায়েদ খান

ছবি: ফেসবুক থেকে

স্বভাবতই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন ঢালিউড নায়ক জায়েদ খান। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়শই নিজের নানান কাজের খবর দেন তিনি। নতুন করে আবারও আলোচনায় এলেন ঢাকাই এই নায়ক।

আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না। বিদেশেও প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি
- জায়েদ খান

আগামী ২৬-২৭ মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ অনুষ্ঠিত হবে। এতে জেমসের গান গাওয়ার কথা আছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জায়েদ খান। সেই খবর জানাতেই গতকাল বুধবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে জেমসের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন এই চিত্রনায়ক। ক্যাপশনে লেখেন- ‘লন্ডন কলিং’। বাংলায় যার অর্থ: ‘লন্ডন ডাকছে’।

এদিকে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমে জায়েদ খান দাবি করেছেন, “আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না। বিদেশেও প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।”

জেমসের প্রসঙ্গে টেনে ঢালিউডের এই নায়ক বলেন, “আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আমার উপস্থাপনায়। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। দেশে ফিরে আবার সিনেমা ও শোয়ের কাজ করব। সব মিলিয়ে ব্যস্ততা বেশ উপভোগ করছি।”

Link copied!