ট্রাকে চড়ে ভোটের ময়দানে মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৮, ২০২৩, ১২:৫৪ পিএম

ট্রাকে চড়ে ভোটের ময়দানে মাহিয়া মাহি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতীক বরাদ্দের খবরটি নিশ্চিত করলেন অগ্নিখ্যাত এই নায়িকা।

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ পছন্দের কোনো প্রতীক আছে কি না জানতে চাইলে মাহিয়া মাহি জানান, তার পছন্দের প্রতীক ‘ট্রাক’। অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীক না চাওয়ায় প্রতীকটি মাহিকেই বরাদ্দ দেয়া হয়।

ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি জানিয়েছেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। নায়িকা বলেন, আমার মার্কা ট্রাক। ইনশাআল্লাহ জিতেই ঘরে ফিরব।

মাহি আরও বলেন, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তার ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এতেই তার প্রচার বেড়ে যাবে। সে কারণে তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন।

নানাবাড়িতে নির্বাচনে প্রার্থী হওয়া এই নায়িকা আরও বলেন, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই। সে কারণেই নির্বাচনে এসেছি। আশা করছি ভোটের ফল আমার পক্ষেই যাবে।

এছাড়াও ফেসবুকে দুটি ছবি পোস্ট করে মাহিয়া মাহি লেখেন, ‘ইনশাআল্লাহ। জিতেই ঘরে ফিরবো। আমার মার্কা ট্রাক। শোষক, জমিদার আর অহংকারী নেতা আত্মমর্যাদা, উন্নয়ন ও গণতন্ত্রের মূল বাধা।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মাহিয়া মাহি। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন তিনি। এর আগে গতকাল মাহি বলেন, ‘নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, যুদ্ধটা আমি শেষ করব। আমার নির্বাচনী প্রস্তুতি ভালো চলছে।’

সোমবার (১৮ ডিসেম্বর)  প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে  প্রতীক পেয়েই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালানো শুরু করবেন প্রার্থীরা। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে ইসি।

Link copied!