সময় পাল্টেছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে অভিনয়ের প্ল্যাটফর্ম। বড় পর্দা, ছোট পর্দা, ইউটিউবের পর এখন গুরুত্ব পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। কিন্তু শুরু থেকেই ওটিটির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। সেটা হলো সেন্সরশিপ না থাকায় অশ্লীল দৃশ্য প্রদর্শন করে এই প্ল্যাটফর্ম। এই স্রোতে গা ভাসিয়ে ধীরে ধীরে ওটিটি মাধ্যমে অশ্লীলতায় নাম লিখিয়েছেন অনেক অভিনয় শিল্পী।
সম্প্রতি সময়ে ওটিটির মাধ্যমে খোলামেলা দৃশ্যে দেখা গেছে সাফা কবির- জয়া আহসান- আজমেরী হক বাঁধন- পরী মনি - মাহিয়া মাহি- রাফিয়াত রশিদ মিথিলার মত তারকাদের। সেই ধারাবাহিকতায় এবার নাম লেখালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।
ক্যারিয়ারের প্রথম থেকেই মনোমুগ্ধকর গল্পে কাজ করে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন মেহজাবিন। আজ পর্যন্ত তাকে অশ্লীল সংলাপ পর্যন্ত ব্যবহার করতে দেখা যায়নি। সেই দর্শকপ্রিয় মেহজাবিনকেই সম্প্রতি ভিকি জাহেদ’র “আরারাত” ওয়েব সিরিজে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।
অন্তর্জালে মুক্তি প্রাপ্ত আরারাতের ২ মিনিট ২২ সেকেন্ডের ট্রেইলারেও মেহজাবিনকে বিভিন্ন জায়গা বিশেষে খোলামেলা ভাবে দেখা গেছে। আর ট্রেইলারটি প্রকাশ পাওয়ার পর থেকেই ফেসবুকের পাতায় শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। এছাড়া সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ইতিবাচক-নেতিবাচক মন্তব্যও দেখা যাচ্ছে অহরহ।
একদিকে মেহজাবিনের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় বইলেও আরারাত ওয়েব ফিল্মের গল্প ও শিল্পীদের সাবলীল অভিনয় দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে মেহজাবিন ও শ্যামল মাওলার সুনিপুণ অভিনয় সিনেপ্রেমীদের মনে আঁচড় কেটেছে।
তুরস্ক ও আর্মেনিয়ার সীমান্তে অবস্থিত ঐতিহাসিক আরারাত পর্বত নিয়ে রহস্যের শেষ নেই। সেই রহস্য যখন মানুষকে প্রভাবিত করে, তখন সেটা কৌতূহল আরও বাড়িয়ে দেয়। তেমন গল্প নিয়েই ওয়েব সিরিজ ‘আরারাত’। ভিকি জাহেদের সিরিজটির নামকরণ করা হয়েছে আরারাত পর্বতের নামেই।
আরারাত ওয়েব ফিল্মে উঠে এসেছে মানবচরিত্রের অন্ধকার দিক ও প্রতিশোধের গল্প। আভাস পাওয়া গেছে এবার ভালোবাসার মানুষকে একে অন্যের মুখোমুখি হতে দেখা যাবে আরারাতে। তাছাড়া নৃশংসতায় কে কাকে ছাড়িয়ে যাবে তার উত্তর মিলবে এই ওয়েব সিরিজে।