অর্ধযুগ পর একফ্রেমে পড়শী-রুমী!

শোবিজ ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৩:২০ পিএম

অর্ধযুগ পর একফ্রেমে পড়শী-রুমী!

ছবি: ফেসবুক থেকে নেয়া

‘চোখ মেলেই এই হৃদয় তোমারই পরশ চায় ‘এমনই ভালোবাসার শব্দে কণ্ঠ মিলিয়ে গানের জগতে একসাথে কাজ শুরু হয় আরফিন রুমী আর সাবরিনা পড়শীর। সেটিও ১৩ বছর আগের কথা। এই গানের সফলতার পর ‘খুঁজে খুঁজে’ ও ‘একটু একটু’ শিরোনামে আরও দুটি গানে একসাথে কাজ করেন এই জনপ্রিয় দুই সংগীতশিল্পী। এরপর আবার ছয়টি বছর পেরিয়ে একসাথে গলা মেলালেন রুমী আর পড়শী।

‘ওরে মন’ শিরোনামে নতুন গান আসতে যাচ্ছে রুমী আর পড়শীর। পড়শীর ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হচ্ছে আজ (১৮ সেপ্টেম্বর)।

‘ওরে মন’ প্রসঙ্গে রুমী বলেন, ‘গানটা সাধারণত ওই ধাঁচের, যেমনটা আমরা দুজন আগেও গেয়েছি। আমাদের সময় শুনেছিলাম, হাবিব–ন্যান্সি একটা চমৎকার জুটি। তেমনি অনেকে এমনও বলতেন, রুমী–পড়শীও গানের একটি সুন্দর জুটি। এই জুটির যে কয়টি গান প্রকাশিত হয়েছে, শ্রোতারা দারুণভাবে লুফে নিয়েছেন।’

দুই বছর আগে ‘ওরে মন’ গানের সুরটা করেছিলেন বলে জানান রুমী। এরপর বেশ কয়েকবার তাতে পরিবর্তন আনা হয়।  তিনি জানান, গানটি প্রকাশের ব্যাপারে কোনো ধরনের তাড়াহুড়া ছিল না, তাই কিছুদিন পর শুনে যখনই মনে হতো, তখনই সংযোজন ও বিয়োজন করতেন।

May be an image of 2 people, people smiling and text that says ‍‍`KOFI House PRESENTS b. mệr RUMEY PORSHI& a ARFIN ROMMO KHAN DIRECTOR ANURUP AICH ARFINRUMEY ARFIN TUNE MUSIC LYRIC‍‍`

সঙ্গীত পরিচালক রুমী বলেন, ‘কিছুদিন আগে আমরা একটা সিদ্ধান্তে আসি, এখন যে অবস্থায় আছে, তাতে গানটি একেবারে পারফেক্ট। গানটা শ্রোতাদের মনকে নাড়া দেবে বলে বিশ্বাস করছি।’

May be an image of 2 people, people smiling and suit

‘ওরে মন’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুর ও সঙ্গীত পরিচালনাও করেছেন আরফিন রুমী। রুমী ও পড়শীর বাকি তিনটি দ্বৈত গানের মতো এই গানটির কথাও লিখেছেন অনুরূপ আইচ। এই গানের ভিডিও বানিয়েছেন রম্য খান। কক্সবাজারে গানের ভিডিও চিত্রের শুটিং হয়েছে বলে জানান রুমী।

Link copied!