বরেণ্য নাট্যব্যক্তিত্ব প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় প্রথমবারের সিনেমা বানিয়েছেন অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটি চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। সম্প্রতি অন্তর্জালে প্রকাশ পেয়েছে এই সিনেমার আইটেম গান ‘ইয়ে শামে’। উর্দু গানটিতে লাস্যময়ী গায়িকা হিসেবে পারফর্ম করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সোনিয়া হোসেন। ভারতের দেবজ্যোতি মিশ্রর সুরে গানটি গেয়েছেন সঞ্চারী সেনগুপ্ত।
গানে সোনিয়ার উপস্থিতি দারুণ প্রশংসা কুড়াচ্ছে। স্বল্প উপস্থিতিতে দেখা গেছে লিটু আনাম ও তারিন জাহানকেও। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের চিত্র দারুণ ভাবে তুলে ধরা হয়েছে গানটিতে।
আইটেম গান প্রসঙ্গে সোনিয়া হোসেন বলেন, ‘এই সিনেমায় আমি পাকিস্তানি গায়িকার ভূমিকায় অভিনয় করেছি। সত্যি কথা বলতে, এর জন্য অনেক দিন প্রস্তুতি নিয়েছি। টানা ২ মাস রিহার্সাল করেছি। কোরিয়াগ্রাফার রায়হান আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছেন।’