‘ফিরিয়ে দাও’ গানটি নকল করা হয়েছিল ইমরান হাশমীর সিনেমায়।
ইমরান হাশমীর সিনেমায় গানগুলো দর্শক জনপ্রিয়তা পাবে এটা যেন ধ্রুব সত্য। কিন্তু ২০০৪ সালে ‘মার্ডার’ সিনেমার একটি গান জনপ্রিয়তা পেলেও বিপাকে পড়েছিল বলিউড। কেননা এই গানটির সুর,কম্পোজ সবই বাংলাদেশের শিল্পী শাফিন আহমেদের গাওয়া ‘ফিরিয়ে দাও’ গানের হুবহু নকল।
বলিউডে বিভিন্ন দেশের গান নকল করার অভিযোগ আগেই ছিল। দুই হাজার সালের প্রথম দিকে এই ধরনের নকল গান হলেও কোন কপিরাইট আইনের তোয়াক্কা করেনি নির্মাতা, সুরকাররা। তবে ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মর্ডার’ সিনেমায় ‘ও জানা আজানা হু’ গানটি বলিউডে নিয়েছে নতুন মোড়। কেননা এই গানটি বাংলাদেশের ব্যান্ড মাইলসের ‘প্রিয়তমা’ অ্যালবামের ‘ফিরিয়ে দাও’ গানের হুবহু নকল। যে অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৯৩ সালে। অর্থাৎ মুভিটি প্রকাশের ১ দশক আগেও। সেসময় বাংলাদেশ,পাকিস্তান ও কলকাতায় বেশ জনপ্রিয় হয়েছিল এই গানটি।
কিন্তু মাইলসের কাছ থেকে কোন অনুমতি কিংবা স্বত্ব না কিনেই নকল করার অভিযোগে ‘মার্ডার’ সিনেমার পরিচালক মহেশ ভাট, সুরকার আনু মালিক ও গায়ক আমির জামালের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করে।
মামলায় ভারতের বিচারপতি এস কে মুখার্জীর মাইলসের পক্ষে রায় দেয়। ‘মার্ডার’ সিনেমা থেকে এই গানটি সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। এছাড়া এই গান সম্বলিত সিনেমা প্রচার, বাজারজাত করায়ও নিষেধাজ্ঞা দেয়া হয়।
বর্তমানে ‘মার্ডার’ সিনেমার ‘ ও জানা আজানা হু’ গানটি কোথাও প্রচার করা হয়না। স্পটিফাই থেকে শুরু করে অন্য গানের অ্যাপসে নেই গানটি।