বাংলাদেশের ৪৬ হলে শাহরুখের ডানকি!

শোবিজ ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৩, ০২:২৪ এএম

বাংলাদেশের ৪৬ হলে শাহরুখের ডানকি!

শুক্রবার থেকে বাংলাদেশের ৪৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডানকি’। সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নেয় পরিবেশক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এই প্রতিষ্ঠান থেকে এর আগে পাঠান, জওয়ান, কিসি কি ভাই কিসি কা জান, অ্যানিমেল ছবিগুলো আমদানির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দেয়া হয়েছিল।

আমদানিকারক পরিচালক অনন্য মামুন জানান, সরকারি আমদানি রপ্তানির যাবতীয় নিয়ম মেনে ডানকি বাংলাদেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ৪৬ সিনেমা হলে প্রদর্শন করা হচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে ‘ডানকি’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়৷ সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ৪১ মিনিট।

বলিউড তারকা শাহরুখ খানের অগণিত ভক্ত বাংলাদেশে। এবছর তার ‘পাঠান’ ও ‘জওয়ান’ অভাবনীয় সাফল্য পেয়েছে। কিং খান অনুরাগীরা এবার তার ‘ডাকনি’র অপেক্ষায় মুখিয়ে ছিলেন। তাদের সেই অপেক্ষার অবসান হলো।

Link copied!