অভিনেতা শামীম ভিস্তি না ফেরার দেশে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২১, ১১:১৭ এএম

অভিনেতা শামীম ভিস্তি না ফেরার দেশে

‘মস্কিষ্কের রক্তক্ষরণ` নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের অভিনেতা শামীম ভিস্তি মারা গেছেন।

শুক্রবার (২২ অক্টোবর) ভোর ৪টায় তার মৃত্যু হয় বলে অভিনয় শিল্পী সংঘের তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুল গণমাধ্যমকে জানান।

শামীম ভিস্তির বয়স হয়েছিল ৫৫ বছর। তার গ্রামের বাড়ি মুন্সীঞ্জের শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামে। তিনি টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সদস্য ছিলেন।

নাট্য সংগঠন নাট্য চক্রের সদস্য শামীম ভিস্তি  `পরবাসিনী’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

মামুনুর রশীদ এর রচনায় এবং ফজলে আজিম জুয়েলের প্রযোজনা ও পরিচালনায় বিটিভির নির্মাণাধীন ‘জিন্দাবাহার’ ধারাবাহিকে তিনি অভিনয় করছিলেন।

Link copied!