অর্থের অভাবে যে চরিত্রে অফার পেতাম তাতেই রাজি হতাম: দেবেরাকোন্ডা

বিনো্দন ডেস্ক

মে ১০, ২০২৩, ০৩:৫০ এএম

অর্থের অভাবে যে চরিত্রে অফার পেতাম তাতেই রাজি হতাম: দেবেরাকোন্ডা

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ২০১৯-এ ফিল্ম কম্প্যানিয়নকে এক সাক্ষাৎকারে বলেন- ‘‘অতীতে আমি অর্থের জন্য অনেক কিছু করেছি। এমন বহু সিনেমা যেগুলি আমি অর্থের জন্যই করেছি। সেখানে ছোট ছোট চরিত্রেও কাজ করেছি। টাকার জন্য আমি সব চরিত্র করেছি। তখন আমি যা পেতাম তাতেই রাজি হতাম, যাতে অন্তত ১০ হাজার রুপি রোজগার করতে পারি। কারণ তখন ওটা আমার প্রয়োজন ছিল।”

বিজয় দেবে্রাকোন্ডা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি তেলেগু সিনেমায় তার কাজের জন্য পরিচিত। ‘অর্জুন রেড্ডি’ মুক্তি পাওয়ার পর তিনি খ্যাতি অর্জন করেন। তারপরে তিনি তামিল চলচ্চিত্রে কাজ করেন এবং তামিল তরুণদের মধ্যেও জনপ্রিয়।

বিজয় আরো বলেন, ‘’এখন আমি প্রতিষ্ঠিত, এখন আর টাকার পিছনে ছুটতে হয় না। এখনও টাকা প্রয়োজন, কারণ এটা আমার পেশা। তবে এখন টাকা দিলেও আমি এমন কিছু চরিত্রে অভিনয় করব না, যেটা আমার পছন্দ নয়।’’

মঙ্গলবার (৯ মে) বিজয় দেবেরাকোন্ডার জন্মদিন। বিজয়ের মতে, তিনি প্রথম দিকে মাত্র ১০,০০০ রুপি উপার্জনের জন্য কাজ খুঁজতেন, যদিও তিনি বর্তমানে চলচ্চিত্র শিল্পে একটি সুপরিচিত এবং প্রতিষ্ঠিত নাম। তিনি একটি ফিল্মফেয়ার পুরস্কার, একটি নন্দী পুরস্কার এবং একটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক পুরস্কারের প্রাপক। ২০১৮ সাল থেকে, তিনি ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন।

“নুভভিলা” সিনেমা দিয়ে দেবেরাকোন্ডা চলচ্চিত্রে যাত্রা করেন। তিনি ব্লকবাস্টার পেল্লি চপুল্লু এবং অর্জুন রেড্ডি এর সাথে একজন শীর্ষস্থানীয় চলচ্চিত্র অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে তার অভিনয়ের জন্য তেলুগুতে শ্রেষ্ঠ অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।

অন্যদিকে, জাতির হার্টথ্রব বিজয় দেবরাকোন্ডা বর্তমানে বিনোদন শিল্পে সবচেয়ে যোগ্য ব্যাচেলরদের মধ্যে রয়েছেন। দক্ষিনী সিনেমার তারকা রাশ্মিকা মান্দান্না এবং বিজয় দেবেরকোন্ডার সম্পর্কের অবস্থাকে ঘিরে অনেক জল্পনা চলছিল। এই দুজন ডেটিং করলেও তারা সেটা শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন। ডিয়ার কমরেড ছবির শুটিং চলাকালীন অভিনেতা জুটি একে অপরের প্রতি রোমান্টিকভাবে ঝুঁকে পড়েছিল তবে অল্প সময়ের জন্য সম্পর্ক ভেঙ্গে তারা বন্ধু থাকার সিদ্ধান্ত নেয়।

Link copied!