আবারও এফডিসিতে নির্বাচন

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ১৫, ২০২২, ০১:২৮ এএম

আবারও এফডিসিতে নির্বাচন

জায়েদ-নিপুণ যুদ্ধ শেষ না হতেই এফডিসিতে আবারও হতে যাচ্ছে নির্বাচন। আবারও উৎসবমুখর হয়ে উঠবে এফডিসি। চলবে ভোট গ্রহণ।

চলচ্চিত্র পরিচালকদের স্বার্থ সংরক্ষণে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। ২০২৩-২৪ মেয়াদের জন্য আসন্ন এই নির্বাচনে জন্য মঙ্গলবার পরিচালক সমিতি থেকে নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে।

এতে প্রধান নির্বাচন কমিশনানের দায়িত্ব থাকবেন আব্দুল লতিফ বাচ্চু। অন্য দুই কমিশনার হবেন চিত্রপরিচালক বি এইচ নিশান এবং শামসুল আলম।

পরিচালক সমিতির আসন্ন নির্বাচনে দুটি প্যানেলে প্রার্থী হচ্ছেন নির্মাতারা। একটিতে প্যানেলে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন জাকির হোসেন রাজু। একই প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন ছটকু আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে অপূর্ব রানা। আরেকটি প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন কাজী হায়াৎ। তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী থাকছেন শাহীন সুমন।

পরিচালক সমিতির বর্তমান সভাপতি সোহানুর রহমানকে আবারও একই পদে নির্বাচনে অংশ নেয়ার কথা শোনা গেলেও সোমবার সন্ধ্যায় তিনি জানান, নির্বাচনে অংশ নেবেন কিনা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

পরিচালক সাংগঠনিক সচিব অপূর্ব রানা বলেন, ৫ ডিসেম্বর থেকে আসন্ন নির্বাচনের মনোনয়ন ক্রয় শুরু হবে ও জমা দিতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে।

জীবন সংসার, মনে প্রাণে আছো তুমি, আমার প্রাণের প্রিয়া, পোড়ামন-এর মতো জনপ্রিয় ছবির পরিচালক জাকির হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। পরিচালক সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শাহীন সুমন আবারও একই পদে নির্বাচনে করছেন। 

 

Link copied!