আরিয়ানকে লেখা হৃতিকের খোলা চিঠি

বিনোদন ডেস্ক

অক্টোবর ৭, ২০২১, ১০:২১ পিএম

আরিয়ানকে লেখা হৃতিকের খোলা চিঠি

বলিউডের বাদশাহ খ্যাত শাহরুখ খানের ছেলে কারাবন্দি আরিয়ানের উদ্দেশে খোলা চিঠি লিখলেন বলিউডের আরেক সুপারস্টার হৃতিক রোশন। একবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর আজ বৃহস্পতিবারও (৭ অক্টোবর) জামিন পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

ধারণা করা হচ্ছে, তদন্তের স্বার্থে তাকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আবেদন জানাতে পারে এনসিবি।

এ পরিস্থিতিতে ২৩ বছরের তারকা-সন্তান আরিয়ানের মনোবল ফিরিয়ে আনার জন্য কলম ধরলেন বলিউডের ‘কৃশ’।

ছবি: ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে হৃত্বিক লিখেছেন, ‘প্রিয় আরিয়ান, জীবন বড় অদ্ভুত একটি যাত্রা। যেখানে চড়াই-উৎরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই এ জীবন মহান। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাঁদের মনের জোর প্রচুর, কেবল তাঁদেরই কঠিন সময়ের সামনে এনে ফেলেন। তোমার ভিতরের বিভিন্ন অনুভূতি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই তোমার নায়ক সত্তা বেরিয়ে আসবে। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলির মধ্যে কোনটি রাখবে, কোনটি ফেলবে, তা তোমার সিদ্ধান্ত।’

আরিয়ানের বড় হয়ে ওঠার যাত্রার সাক্ষী ছিলেন হৃতিক। সে কথা উল্লেখ করে অভিনেতা লিখেছেন, ‘জীবনে যা যা অভিজ্ঞতা হবে, সব তোমার কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস করো, এগুলিই তোমার উপহার। শান্ত থাকো, লক্ষ করো। অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো। সেই আলোয় বিশ্বাস রাখো। আলো ছিল, আছে, থাকবেও। ভালবাসি আরিয়ান।’ এই লেখার সঙ্গে আরিয়ানের একটি ছবিও দিয়েছেন হৃতিক। এক ঘণ্টার মধ্যে হৃতিকের এই চিঠির প্রতি ভালবাসা জানিয়েছেন এক লক্ষের বেশি মানুষ।

উল্লেখ্য, ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) বা মাদক নিয়ন্ত্রণ সংস্থার হেফাজতে দিন কাটছে আরিয়ান খানের। এনসিবি সূত্রের খবরে জানা গেছে, জেরার সময়ে আরিয়ান  কান্নায় ভেঙে পড়েছিলেন।

Link copied!