করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। করোনা আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি সুস্থ আছেন বলে জানা যায়।
খবরটি নিশ্চিত করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান। তিনি বলেন, আমাদের প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সঙ্গে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই কাউকে অযথা হাসপাতালে ভীড় না করার অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই ডলি মা’র জন্য দোয়া করবেন। এর আগে বৃহস্পতিবার ঠাণ্ডাজনিত সমস্যার কারণে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ডলি জহুরকে। তার অক্সিজেন সেচুরেশন ঠিক রয়েছে। তবে করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ এসেছে।
বৃহস্পতিবার রাতে রওনক হাসান একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে হাসপাতালের বিছানায় ধারণ করা ভিডিও তে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ডলি জহুর বলেন, আমার তেমন কিছু হয়নি, অল্প ঠান্ডা লেগেছে। দ্রুত সুস্থ হয়ে উঠবো। উল্লেখ্য, চলচ্চিত্রে অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে ডলি জহুর। তিনি ১৯৯২ সালে ‘শঙ্খনীল’ কারাগার চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবং ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান।