করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয়, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভতির্ক হয়েছেন প্রখ্যাত সংগীত শিল্পী কবীর সুমন। শ্বাসকষ্ট, গলায় ব্যথার মতো বেশ কিছু সমস্যায় থাকা ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পীকে রবিবার (২৭ জুন) রাতে শেঠ সুখলাল কর্ণানী মেমোরিয়াল (এসএসকেএম) হাসপাতালে ভর্তি করা হয়।
কবীর সুমনের ঘনিষ্ঠমহলের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, গত চারদিন ধরে গলা ব্যথায় ভুগছিলেন কবীর সুমন। এমনকি খেতে, ঢোক গিলতেও সমস্যায় পড়তে হচ্ছিল তাঁকে। রবিবার রাতে পরিস্থিতিরি অবনতি হলে তাকে এসএকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি অক্সিজেন সাপোর্ট রয়েছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
সৌমিত্র ঘোষ জানান, ‘কবীর সুমনের ফুসফুসে সংক্রমণ রয়েছে৷ সেই কারণেই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তার৷ রক্তে অক্সিজেনের মাত্রাও কিছুটা কমে যায় ৷ তবে হাসপাতালে ভর্তি করার পর তার করোনা পরীক্ষা করা হয়৷ করোনা পরীক্ষার ফল অবশ্য নেগেটিভ আসে৷ ৭৩ বছর বয়স হওয়ায় বয়সজনিত বেশ কিছু সমস্যাতেও প্রবীণ সঙ্গীত শিল্পী ভুগছেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দ বাজারের খবরে বলা হয়, কবীর সুমনের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে৷ তাঁকে ফেস মাস্কের মাধ্যমে প্রতি মিনিটে প্রায় ৬ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও বেড়ে ৯৮ শতাংশ হয়েছে৷ তবে কবীর সুমনের গলার সংক্রমণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন চিকিৎসকরা৷
পশ্চিমবঙ্গের এই শিল্পীকে দেখতে হাসপাতালে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগীত শিল্পীর স্বাস্থ্য নিয়ে বেজায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। শিল্পী কবীর সুমনের চিকিৎসা ব্যবস্থার সব বন্দোবস্ত নিজে খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। এমনকি চিকিৎসকদের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।