বিনোদনপাড়ায় আবারও করোনার থাবা। করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। করোনা শনাক্ত হওয়ার পর থেকে হাসপাতালে ভর্তি আছে তিনি। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আজ ১ এপ্রিল (বৃহস্পতিবার) বাপ্পি লাহিড়ীর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
কন্ঠশিল্পী বাপ্পি লাহিড়ীর মুখপাত্র গণমাধ্যমে জানিয়েছেন, করোনা সংক্রান্ত সব সতর্কতা নিয়েও রক্ষা পাননি বাপ্পি লাহিড়ী। ৬৮ বছর বয়সে আক্রান্ত হয়ে গেলেন করোনায়। বয়সের কথা বিবেচনা করেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
এদিকে বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা জানিয়েয়েছেন, করোনার উপসর্গ দেখা মাত্রই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এরসাথে গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে ছিলেন তাদের প্রত্যেককে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন রেমা। তবে মার্চের শুরুতেই করোনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন বাপ্পি লাহিড়ী। কিন্তু সেই ডোজ নেয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়।
বিনোদন জগতে করোনা পরিস্থিতি উদ্বেগনজনক। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কিছু তারকা। সেই তালিকায় আমির খান, পরেশ রাওয়াল, আর মাধবন, সতীশ কৌশিক, কার্তিক আরিয়ানের মতো আরও অনেকেই রয়েছেন।