কলকাতায় শো করলেন সালমান, টিকিটের মূল্য ৩ লাখ!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৩, ০৩:৩২ এএম

কলকাতায় শো করলেন সালমান, টিকিটের মূল্য ৩ লাখ!

আজ (১৩ মে) কলকাতায় এসেছেন সালমান খান। দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় পা রাখবেন তিনি। ইতিমধ্যেই পড়ে গিয়েছে সাজোসাজো রব। ইস্টবেঙ্গল মাঠে হতে চলা এই শো-র টিকিট নিয়ে ইতিমধ্যেই পড়ে গিয়েছে হুড়োহুড়ি। পে টাইম ইনসাইডার থেকে টিকিট পাওয়া যাচ্ছে। আর সালমনের শো-র টিকিটের মূল্য ছাড়িয়ে গিয়েছে মাসখানেক আগে হওয়া অরিজিৎ সিং-এর শো-কেও।

আজ ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সালমানের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হয়েছে। শো-তে সালমানের সঙ্গে যোগ দেবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়াসহ আরো অনেক তারকা।  

সালমানের শোতে দর্শকদের বসার জায়গাকে ভাগ করা হয়েছে ৮টি জোনে। সবথেকে কম দামের টিকিটের দাম ৬৯৯ টাকা। এক্ষেত্রে আপনাকে মাটিতে বসে দেখতে হবে শো। তারপরই রয়েছে ভাইজান জোন। এখানে দাঁড়িয়ে শো দেখতে ১৫০০ টাকা খরচ হবে। এরপর টাইগার জোন। এখানেও থাকতে হবে দাঁড়িয়ে, টিকিট কাটতে হবে ২২৫০ টাকায়।

বসতে পারবেন ২৫০০ টাকার উপরে খরচ করলে। কিক জোনের টিকিটের দাম ২৫০০ টাকা, সুলতান জোন ৬০০০ টাকা, ওয়ান্টেড জোন ৬০০০ টাকা, রেডি জোন ১২ হাজার এবং দাবাং জোন ৬০ হাজার টাকা। দাবাং জোনে আপনাকে সোফা দেওয়া হবে। ৬০ হাজার টাকায় এন্ট্রি রয়েছে দু জনের।

রয়েছে বিলাসবহুল লাউঞ্জের ব্যবস্থা। যেখানে টিকিট কাটলেই পেয়ে যাবেন পানীয়। প্ল্যাটিনাম লাউঞ্জ ৩ লাখ, গোল্ড লাউন্জ ২ লাখ আর সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লাখ। এই তিন লাউঞ্জেই রয়েছে দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা।

Link copied!